খুবি উপাচার্যকে নিরালা আবাসিক এলাকা জনকল্যাণ সমিতির ফুলেল শুভেচ্ছা

0
199
????????????????????????????????????

নিজস্ব প্রতিবেদক:
রবিবার বেলা সাড়ে ১২টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনকে তাঁর কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান নিরালা আবাসিক এলাকা জনকল্যাণ সমিতির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আকতার হোসেন ফিরোজ, সহ-সভাপতি আব্দুর সবুর, সাধারণ সম্পাদক শেখ আবেদ আলী, যুগ্ম সম্পাদক মোঃ বায়জীদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, নিরাপত্তা সম্পাদক শেখ লুৎফর রহমান, আইন সম্পাদক বিএম রমজান আলী, ক্রীড়া সম্পাদক হাবিবুল বাসার মুন, নির্বাহী সদস্য প্রফেসর ড. আশরাফুল আলম, প্রফেসর খান গোলাম কুদ্দুস, শেখ আবুল কাশেম, মোঃ মিজানুর রহমান।

সমিতির নেতৃবৃন্দ বলেন, নবনিযুক্ত উপাচার্য নিরালা আবাসিক এলাকা জনকল্যাণ সমিতির একজন সদস্য এবং দীর্ঘদিন স্থায়ীভাবে এখানে বসবাস করছেন। তিনি উপাচার্য নিযুক্ত হওয়ায় সমিতি আজ গর্বিত। তাঁর নেতৃত্বে খুলনা বিশ্ববিদ্যালয় সমৃদ্ধির লক্ষ্যে এগিয়ে যাবে বলে নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন। উপাচার্য সমিতিকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা সম্মিলিত প্রচেষ্টায় খুলনা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে চাই। সেক্ষেত্রে সকল মহলের সহযোগিতা প্রয়োজন।খবর বিজ্ঞপ্তি

খুলনা টাইমস/এমআইআর