খুবির গণিত ডিসিপ্লিনের প্রফেসর মুন্নুজাহান আরার পিতার মৃত্যুতে উপাচার্যের শোক

0
322

খবর বিজ্ঞপ্তি:
খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. মুন্নুজাহান আরার পিতা মুক্তিযোদ্ধা সুবেদার মেজর (অবঃ) মোঃ শামসুল আলম বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। তিনি কিছুদিন যাবত বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আছর মরহুমের নামাযে জানাযার পর গার্ড অব অনার শেষে যশোরের ঘোপ কবরস্থানে তাকে দাফন করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. মুন্নুজাহান আরার পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, সাইটে স্কুলের ডিন প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস ও গণিত ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সরদার ফিরোজ আহমেদসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।