খুবিতে মাছ ও সবজির সমন্বিত চাষ শীর্ষক কর্মশালা ২১ ডিসেম্বর

0
419

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের রিসার্চ গ্রুপের উদ্যোগে  ২১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন জীববিজ্ঞান স্কুলের কনফারেন্স রুমে ‘দক্ষিণপশ্চিমাঞ্চলে ঘেরে গলদা চিংড়ি ও কার্পের সাথে পুষ্টিসমৃদ্ধ ছোট মাছ ও সবজির সমন্বিত চাষ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হবে। ইউএসএআইডির একোয়াফিস ইনোভেশন ল্যাব এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ অর্থায়নে এই কর্মাশালা অনুষ্ঠিত হবে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর এ কে ফজলুল হক, বাংলাদেশ ফিসারিজ রিসার্চ ইনস্টিটিউটের চিংড়ি গবেষণা স্টেশন বাগেরহাটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. খান কামাল উদ্দিন আহমেদ, খুলনা বিভাগীয় মৎস্য বিভাগের উপ-পরিচালক রঞ্জিত কুমার পাল। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থাকবেন একোয়াফিস ইনোভেশন ল্যাবের বাংলাদেশ প্রধান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ বিভাগের প্রফেসর ড. শাহরোজ মাহিন হক। কর্মশালায় সভাপতিত্ব করবেন এফএমআরটি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. গাউছিয়াতুর রেজা বানু। কর্মশালায় সংশ্লিষ্ট বিষয়ে গবেষণার ফলাফল উপস্থাপন করবেন গবেষক দলের প্রধান খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিনের প্রফেসর ড. খন্দকার আনিছুল হক। প্রেস বিজ্ঞপ্তি