খুবিতে ছাত্র কল্যাণে চার লাখ টাকার অনুদান প্রদান

0
341
????????????????????????????????????

খবর বিজ্ঞপ্তি:
ঊুধবার বিকেল ৪ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের উদ্যোগে ছাত্র কল্যাণে প্রায় চার লাখ টাকার অনুদান প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও কমস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে ছাত্র কল্যাণের এই অর্থ বিতরণ করেন। তিনি এই আর্থিক সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে নিজ প্রচেষ্টায় সীমাবদ্ধতাকে অতিক্রম করে আরও ভালো ফলাফল অর্জন এবং সর্বোপরি ভালো মানুষ হওয়ার পরামর্শ দেন। তিনি আরও বলেন তোমরা যারা আজ এই কল্যাণ সহায়তা পেয়েছো তারা যেনো ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিত হয়ে অন্যদেরকেও এরূপ সহায়তা দিতে পারো। এ বছর বিভিন্ন ডিসিপ্লিনের ৯৫ জন শিক্ষর্থীর মধ্যে ৩ লাখ ৮৪ হাজার টাকার এই ছাত্র কল্যাণ সহায়তা প্রদান করা হয়। দুই ক্যাটাগরিতে শিক্ষার্থীদের মধ্যে ৩ হাজার এবং ৬ হাজার করে টাকা প্রদান করা হয়। এ সময় ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন, সহকারী ছাত্রবিষয়ক পরিচালক মোহাম্মদ রাকিবুল হাসান সিদ্দিকী, মোঃ হাসান তালুকদার এবং নুসরাত তাজিন তনু উপস্থিত ছিলেন।