খালিশপুরে নির্দেশনাপত্র বিতরণ ছাত্র ফেডারেশন

0
330

খবর বিজ্ঞপ্তি: করোনা ভাইরাস থেকে সচেতনতা ও প্রাথমিক প্রতিরোধে শুক্রবার বিকেল ৪টায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন খুলনা মহানগর শাখার উদ্যোগে খালিশপুর ক্রিসেন্ট কলোনীর শ্রমজীবী পরিবারের কাছে স্যানিটাইজার, মাস্ক, সাবান ও সচেতনতামূলক নির্দেশনাপত্র বিলি করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেনÑবাংলাদেশ ছাত্র ফেডারেশন, খুলনা মহানগর শাখার আহ্বায়ক আল আমিন শেখ, সদস্য ইশতিয়াক হোসেন ওমর, ছাত্র মেহেদী হাসান, শ্রমিকনেতা ফয়সাল আহমেদ প্রমুখ। এ সময়ে নেতৃবৃন্দ বলেন, খালিশপুরসহ সারা দেশে বস্তিবাসীদের জীবন মারাত্মক অস্বাস্থ্যকর। বাধ্য হয়ে অনেককেই একসাথে বসবাস করতে হয়। হোম কোয়ারান্টাইনের মত ব্যবস্থা এসব পরিবারে নেই। করোনা যদি এ সব ঘনবসতি এলাকায় ছড়িয়ে পড়ে তাহলে পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হবে। সরকারের উচিৎ অতি দ্রুত বিশাল এই জনগোষ্ঠীর স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা। বিশেষায়িত হাসপাতাল প্রস্তুত করে সকল শ্রমজীবীদের জন্য কোয়ারান্টাইনের ব্যবস্থা করা। সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ।