খানজাহান আলী থানা বিএনপির কর্মকান্ডে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভ

0
495

ফুলবাড়ীগেট প্রতিনিধি : এক যুগের ও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির থানা পর্যায়ের নেতাদের সাথে তৃণমূলের দীর্ঘদিনের সম্পর্কের টানাপোড়েন ও খানজাহান আলী থানা বিএনপির দলীয় কার্যালয় না থাকায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পুন্ন অপ্রস্তুত ও অগোছালো স্থানীয় বিএনপির মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা। ফুলবাড়ীগেটস্থ দলীয় কার্যালয় দীর্ঘদিন ধরে পরিনত হয়েছে ময়লার ভাগাড়ে। দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী বা দলের প্রতিষ্ঠা বার্ষিকী কোনটিই পালন হয়না এখানে। ভঙ্গুর দলীয় কার্যায়ের সামেন কিছু প্যানা শোভা পেলেও বিশেষ দিনে উত্তোলিত হয়না দলীয় পতাকা। হাতে গোনা কয়েকজন নেতা শুধুমাত্র দলের মহানগর কার্যালয়ে যেয়ে শেষ করেন তাদের দায়িত্ব। এই অস্থায় থানা বিএনপির কর্মকান্ডে তৃণমূলের কর্মিদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দলীয় কর্মকান্ড ব্যানার আর ফেসটুন নির্ভর আর কেন্দ্রীয় যে কোন কর্মকান্ড মহানগরী বিএনপি কেন্দ্রীক হয়ে পড়েছে। গত কয়েক বছর থানা বিএনপির দলীয় কোন কর্মকান্ড ছিলো না বললে চলে। নির্বাচনে এর প্রভাব পড়তে পারে বলে মনে করেন দলের তৃণমূলের নেতা-কর্মীরা। এদিকে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছে। সম্প্রতি খানজাহান আলী থানা বিএনপির কয়েকজন নেতা দলীয় এক প্রার্থীর পক্ষে মনোয়নের জন্য ৩টি মাইক্রো যোগে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়াকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মিদের মধ্যে প্রকাশ্য বিরোধ সৃস্টি হয়েছে। এ বিষয়ে খুলনা মহানগর বিএনপির সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন বলেন, বর্তমান সরকারের হামলা মামলা আর নির্যাতনের প্রেক্ষিতে দলীয় কর্মকান্ড বাস্তবায়নে কিছুটা সমস্যা হওয়ায় কর্মসুচি পালনে বাধা সৃষ্টি হয়েছে তবে দলের মধ্যে তেমন কোন ভেদাভেদ নাই নির্বাচনের মাঠে আমরা ঐক্যবন্ধ এবং সুসংগঠিত। খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ আমজাদ হোসেন জানান, দলীয় নেতা-কর্মীদের মধ্যে কিছুটা ভূল বুঝাবুঝি থাকলেও এ সমস্যা অচিরে সমাধান হয়ে যাবে। আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শুকুর বলেন, দলের মধ্যে কোন মতবিরুধ নাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে দলীয় সকল অঙ্গসংগঠন ঐক্যবন্ধ ভাবে কাজ করবে। এদিকে থানা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের বিএনপি’র অধিকাংশ নেতা কর্মিরা মনে করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৩ আসন থেকে আলহাজ্জ রকিবুল ইসলামকে দলীয় মনোনয়ন প্রদান করবে এবং থানা এলাকার খুলনা ৫ আসনটিতে বিএনপি’র নেত্রিতাধীন ঐক্যফন্ড বা ২০ দলীয় জোট থেকে যাকেই মানোনায়ন প্রদান করা হবে জাতীয় স্বার্থে সকল ভেদাভেদ ভূলে তার পক্ষে ঐক্যবন্ধ ভাবে কাজ করবে সকলে।