নগর আ’লীগের বিশেষ বর্ধিত সভা খুলনায় – ১৫ জুন থেকে শুরু হচ্ছে আ’লীগের ওয়ার্ড ভিত্তিক সম্মেলন

0
726

নিজস্ব প্রতিবেদক:
খুলনা মহানগরীর ৩৬টি সাংগঠনিক ওয়ার্ডে আওয়ামী লীগের সম্মেলন শুরু হচ্ছে আগামী ১৫ জুন থেকে। খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এ তথ্য জানিয়েছেন। গতকাল শনিবার নগরীর ইউনাইটেড ক্লাবে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের অংশগ্রহণে খুলনা মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আগামী অক্টোবরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। এজন্য সেপ্টেম্বরের মধ্যে সকল সম্মেলন শেষ করার নির্দেশনা রয়েছে। যার ফলে ঈদের পরেই খুলনা মহানগরীতে ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি নিতে হবে। আগামী ১৫ জুন থেকে পর্যায়ক্রমে ওয়ার্ডগুলোতে সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হবে।’
নগর আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘প্রতিটি ওয়ার্ডে ৩০০ করে প্রাথমিক সদস্য পদের টিকেট প্রদান করা হবে। এর মধ্যে ৩০ শতাংশ নারীদের সংরক্ষিত রাখা হবে। শতভাগ আওয়ামী লীগ মাইন্ডের লোকদেরকেই টিকেট প্রদান করা হবে।’
এর আগে বিশেষ অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেন, ‘তৃণমূলে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে এবং মহানগর সম্মেলন যথাসময়ে সম্পন্ন করতে এ বর্ধিত সভার আয়োজন করা হয়। যেহেতু আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অক্টোবরে সেহেতু সেপ্টেম্বরের মধ্যে আমরা প্রতিটি ইউনিটকে ঢেলে সাজাতে চাই। যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সংগঠনের কর্মকা- আরও গতিশীল করতে চাই।’
সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য এ্যাড. পিযুষ কান্তি ভট্টাচার্য। উদ্বোধকের বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি। স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, সেখ সালাহ্ উদ্দিন এমপি, কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ১৪ দলের সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, কেন্দ্রীয় নেতা এ্যাড. আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা, এম এ মজিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, আকতারুজ্জামান বাবু এমপি।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এমডিএ বাবুল রানা, মো. আশরাফুল ইসলাম, প্যানেল মেয়র আলী আকবর টিপু, এ্যাড. মো. সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, একেএম সানাউল্লাহ নান্নু, শেখ সৈয়দ আলী, শেখ আবিদ হোসেন, চৌধুরী মিনহাজ উজ্জামান সজল, শেখ আবিদ উল্লাহ, কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ, মাকসুদ হাসান পিকু, ইউসুফ আলী খলিফা। সভা পরিচালনা করেন, মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, উপ-দপ্তর সম্পাদক হাফেজ মো. শামীম, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল।
এসময়ে মহানগর, থানা, ওয়ার্ড ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও দলীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন। সভায় দলের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের পরিচয় করিয়ে দেয়া হয়।