খানজাহান আলী ও আড়ংঘাটা থানায় পাঁচ কেন্দ্রে পরীক্ষার্থী ১০৮৯ অনুপস্থিত ১৯জন

0
619

ফুলবাড়ীগেট প্রতিনিধিঃ জেএসসি ও এসএসসি ভকেশনালের নবম শ্রেণির বোর্ড ফাইলাল পরীক্ষায় নগরীর খানজহান আলী ও আড়ংঘাটা থানা এলাকায় প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষা সুষ্ট ও শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। দুই থানা এলাকায় এ বছর মোট ৫টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১০৮৯ জন। বৃহস্পতিবার (১ নভেম্বর) পরীক্ষার প্রথম দিনে বাংলা পরীক্ষায় ৫টি কেন্দ্রে ১৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।
কেন্দ্র সচিবদের তথ্য সুত্রে জানাগেছে, দুই থানা এলাকায় চলতি বছর জেএসসি পরীক্ষায় ৫টি কেন্দ্রে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১০৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহন করছে। প্রথম দিনের বাংলা পরীক্ষায় ৫টি কেন্দ্রে অনুপস্থিত ছিলো ১৯ জন পরীক্ষার্থী। গভঃ ল্যাবরেটরি হাই স্কুল কেন্দ্রে খুউক কেডিএ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৫৪জন, খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনির্ভাসিটি মাধ্যমিক বিদ্যালয়ের ১৩৮জন, খানাবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯৪জন, ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১২০জন, এই কেন্দ্রে মোট ৩৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ২জন। খানাবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের ১৪৪ জন, কার্ত্তিককুল সালেহা মাধ্যমিক বিদ্যালয়ের ৮১জন, মহেশ^রপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ৭৭জন, এই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২৮২জন অনুপস্থিত ৬জন। আর আর এফ সেকেন্ডারী হাই স্কুল কেন্দ্রে সোনালী জুট মিলস উচ্চ বিদ্যালয়ের ৫৪জন, তেলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের ৬২জন মোট ১১৬ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ১জন। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র(টিটিসি) কেন্দ্রে খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ২৮জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ১জন এবং মহিলা করিগরি প্রশিক্ষণ কেন্দ্রে খানজাহান আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ৩৯জন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ২৭৬জন, মেট্রো টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ১২জনসহ এই কেন্দ্রে মোট ৩২৭জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৯জন পরীক্ষার্থী।
কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সকাল ১০ টায় পরীক্ষা শুরুর পর পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং কেন্দ্রর দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন।