খাজরায় গ্রাম ডাক্তারকে জরিমানা ও মুচলেকা নিয়ে মুক্তি

0
440

মইনুল ইসলাম, আশাশুনি:
আশাশুনি উপজেলার খাজরায় অসমাজিক কাজের অভিযোগে এক গ্রাম ডাক্তার ধৃত হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ডাক্তারকে জরিমানা আদায় ও মুচলেকা দিয়ে মুক্তি দেওয়া হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ঘুঘুমারী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় একাধিক ব্যক্তি ও শালিসকারকরা জানান, হেতালবুনিয়া গ্রামের গ্রাম ডাক্তার মিলন হালদারের সাথে ঘুঘুমারী গ্রামের কন্যা ও হেতালবুনিয় গ্রামের এক গৃহবধুর প্রেমের সম্পর্ক ২/৩ বছর আগে থেকে। বৃহস্পতিবার রাতে ওই গৃহবধু বাপের বাড়ি ছিল। মিলন রাতে সেখানে স্থানীয় যুবকরা জানতে পেরে তাদেরকে হাতেনাতে ধরে ফেলে। শুক্রবার সকালে দুই ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠাক অনুষ্ঠিত হয়। সালিশে নগদ (বিকাশের মাধ্যমে) দশ হাজার টাকাসহ মোট ত্রিশ হাজার টাকা ও মুচলেকা নিয়ে তাকে মুক্তি দেওয়া হয়। সালিশ বৈঠাকে উপস্থিত ছিলেন, মেম্বর নীলকন্ঠ গাইন, মিলনের পিতা, রনজিত গাইন, মনোজিত সানা, সদানন্দ সানা, রবিন মন্ডল, সুব্রত সরকার, মৃনাল সানা, গনেশ মন্ডল সহ এলাকার অর্ধশতাধিক যুবক। মেম্বার নীলকণ্ঠ গাইন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে অভিযুক্ত মিলনের পিতা ডা: বারিন হালদার জানান, তার ছেলেকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।