কয়রায় স্বর্ণ পদক বিজয়ী আর্চার রোমান সানাকে সংবর্ধনা

0
340

কয়রা (খুলনা)প্রতিনিধি : ফিলিপাইনে অনুষ্ঠিত এশিয়ান আচ্যারী গেমস ২০১৯ ও নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমস ২০১৯ আরচ্যারী ইভেন্টে স্বর্ণ পদক অর্জন করায় কয়রার বাগালী ইউনিয়নের সন্তান আর্চার রোমান সানাকে সংবর্ধনা দিয়েছেন কয়রা উপজেলা প্রশাসন। ২ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১২ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তন উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা -০৬ সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।এ সময় তিনি বলেন, আমি গর্বিত আমাদের বাংলাদেশের, আমার নিজ এলাকার সন্তান রোমান সানা ফিলিপাইনে এশিয়ান ও নেপালে সাউথ এশিয়ার আরচ্যারী গেমসে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। আমি তাকে ও তার ক্রিড়ার সাথে সম্পৃক্ত সকলকে আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানাই। আমি আশা করি, তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করবে। তাদের সুপ্ত প্রতিভা বিকাশে আমরা সদা প্রস্তুত।তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিভাবান ক্রিড়াবিদ দের প্রতি খুবই আন্তরিক। তিনি প্রতিবারই বিভিন্ন গেমসে সাফল্য অর্জনকারীদের পুরস্কার প্রদান করে থাকেন এবং নিজেই তাদের গনভবনে সংবর্ধিত করেন তেমনি রোমান সানাকে ও তিনি অভিনন্দন জানিয়েছিলেন। আমি তাঁকে ও তার এ মহতী কর্মকান্ডের জন্য অভিনন্দন জানাই।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কমলেশ চন্দ্র সানা, হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, কয়রা থানা অফিসার ইনচার্জ রবিউল হোসেন,প্রেস ক্লাব সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাফর রানা, সমাজ সেবা অফিসার বাবু অনাথ কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রশিদ খান,ইউপি চেয়ারম্যান আব্দুর সাত্তার পাড়,সরদার নুরুল ইসলাম কোম্পানি, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলি কর্মকর্তা প্রমান্ত পাল,অধ্যাক্ষ আদ্রিশ আদিত্য মন্ডল,অধ্যক্ষ আমিরুল ইসলাম, খুলনা জেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবু, খুলনা জেলা যুবলীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, যুবলীগ নেতা হারুন অর রশিদ, কয়রা শেখ রাসেল প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালযের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম,খুলনা জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত খান, বিএল কলেজ ছাত্রলীগ সহসভাপতি শেখ শাকিল, আল আমিন ফরহাদ, কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক হাদি উজ্জামান রাসেল,সহ সভাপতি তরিকুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক বাদল,সাংগঠনিক সম্পাদক শেফারসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও প্রধান শিক্ষাগন এবং স্থানীয় গর্ণমন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।