বাংলাদেশের জলসীমা থেকে ফের ফিশিং ট্রলারসহ ১২ ভারতীয় জেলে আটক

0
344

বাগেরহাট প্রতিনিধি: ৬৩জন ভারতীয় চোরা জেলে পুশকব্যাক করার ৯ দিনের ব্যাবধানে আবারও বঙ্গোপসাগরের বাংলাদেশ সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে একটি ফিশিং ট্রলারসহ ১২ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার ভোরে বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশের জলসিমায় মৎস্য আহরনের সময় ওইসব জেলেদের আটক করা হয়। এফবি সুদিপ নামক ফিশিং ট্রলারে থাকা বিপুল পরিমান মাছসহ দুপুরে ভারতীয় জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন, কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্ধা কর্মকর্তা মোঃ মুছা।
এর আগে একই অপরাদে গত বছরের ২ অক্টোবর থেকে ৪ দফায় ১৪৫ জেলেকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড। মামলা দায়ের শেষে তাদের পাঠানো হয়ে ছিলো বাগেরহাট কারাগারে। পরে ৩০ জানুয়ারী বাগেরহাট কারাগার থেকে ৫টি ফিশিং ট্রলারসহ ৬৩ ভারতীয় জেলে মুক্তি পায়। এখনো কারাগারে আরো ৮২ ভারতীয় জেলে আটক রয়েছেন।