প্রতিবন্ধীরা দেশের সম্পদ, তাদের করুণা নয় ভালোবাসতে হবে :এমপি বাবু

0
371

কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনা-০৬ কয়রা- পাইকগাছা আসনের সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু এমপি বলেছেন, বর্তমান সরকার প্রতিবন্ধী সুরক্ষা আইন করেছে। প্রতিবন্ধীরা দেশের সম্পদ, তাদের করুণা নয় ভালোবাসতে হবে। বর্তমান সরকার প্রতিবন্ধীদের সবচেয়ে বেশি সুবিধা প্রদান করেছে। তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা ও শিক্ষার সুযোগ তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মানব উন্নয়ন সংস্থার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শিমুর কুমার সাহার সভাপতিত্বে কয়রা শেখ রাসেল প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের শুভ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এ কথা বলেন।এমপি বাবু , প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠাতা ও সংশিষ্ট সকলকে মহতি কাজের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন,বিবেক প্রতিবন্ধীদের বিবেককে জাগ্রত করতে হবে। মানুষের ভালোবাসা অর্জনে কাজ করতে আহ্বান জানান তিনি।এ সময় উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম মোহসিন রেজা, ভাইস চেয়ারম্যান কমলেশ চন্দ্র সানা,কয়রা থানা অফিসার ইনচার্জ রবিউল হোসেন,প্রেস ক্লাব সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, নিনিযর সাংবাদিক হারুন অর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাফর রানা, সমাজ সেবা অফিসার বাবু অনাথ কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রশিদ খান,ইউপি চেয়ারম্যান আব্দুর সাত্তার পাড়,সরদার নুরুল ইসলাম কোম্পানি, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলি কর্মকর্তা প্রমান্ত পাল,অধ্যাক্ষ আদ্রিশ আদিত্য মন্ডল,অধ্যক্ষ আমিরুল ইসলাম, খুলনা জেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবু, খুলনা জেলা যুবলীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, যুবলীগ নেতা হারুন অর রশিদ,শামীম হোসেন, কয়রা শেখ রাসেল প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ফজর আলি সানা,কয়রা শেখ রাসেল প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালযের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, ছাত্রলীগ সাবেক আহবায়ক ইমদাদুল হক টিটু, খুলনা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত খান,বিএল কলেজ ছাত্রলীগ সহসভাপতি শেখ শাকিল,আল আমিন ফরহাদ,কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেল,সহসভাপতি তরিকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল হক বাদল, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা শেফারসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষকগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও প্রধান শিক্ষাগন এবং স্থানীয় গর্ণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।