কয়রায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য প্রার্থীদের পূজা মন্ডব পরিদর্শন

0
574
sdr

কয়রা প্রতিনিধিঃ বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব “শারদীয় দূর্গা পূজা” দূর্গোউৎসব উপলক্ষে বিভিন্ন সংগঠনের একাধিক রাজনৈতিক নেতাদের পদাচারনা ঘটেছে কয়রায়। বুধবার সকাল ১০ টায় মাননীয় প্রধান মন্ত্রীর অর্থ উপদেষ্ঠা ড. মশিউর রহমান কয়রায় বিভিন্ন দূর্গা পূজা মন্দির পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন কয়রা উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা, পাইকিগাছা আ’লীগের আহবায়ক গাজী মোহাম্মাদ আলী, বাংলাদেশ আ’লীগ অর্থ ও পরিকল্পনা উপকমিটির সহ সম্পাদক সাইফুল্লাহ আল মামুন, জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: শেখ শহীদুল্লাহ, কয়রা কৃষকলীগের যুগ্ম আহবায়ক প্রভাষক শাহাবাজ আলী, সহ কয়রা পাইকগাছা আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।তিনি সাড়ে ১০ টায় উঃ বেদকাশি উনিয়নের  হাজতখালী ও বড়বাড়ী মন্দির,৬ নং কয়রা শ্রীশ্রী গোবিন্দ জিউ ঠাকুর মন্দির, মদিনাবাদ সার্বজনীন মন্দির, ও আমাদী ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন।এছাড়া বুধবার কয়রা উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন কয়রা পাইকগাছার সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য প্রার্থী বাবু প্রেম কুমার মন্ডল। অনুরুপ শারদীয় দূর্গা উৎসবের শুরু থেকে উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করে আবারও নৌকা প্রতিকে ভোট চেয়েছেন বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ নুরুল হক।তিনি সোমবার উপজেলার ৪৯ টি দূর্গা মন্দিরে সরকারি অনুদানের টাকা মদিনাবাদ সার্বজনীন মন্দিরে এক অনুষ্ঠানে বিভিন্ন মন্দিরের কমিটির নিকট হস্তান্তর করেন।শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে খুলনার তুখড় ছাত্রলীগ, যুবলীগ নেতা ও বর্তমান জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আকতারুজ্জামান বাবু বিশাল মোটর বহর নিয়ে মঙ্গলবার কয়রা উপজেলায় বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। এসময় সাথে ছিলেন কয়রা উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাফরুল ইসলাম পাড়, দঃ বেদকাশি ইউপি চেয়ারম্যান ও সভাপতি কবি শামছুর রহমান, উঃ বেদকাশি ইউপি চেয়ারম্যান ও সভাপতি সরদার নুরুল ইসলাম,বাগালী ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক আঃ সামাদ গাজী, মহারাজপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি ও সম্পাদক বাবু জয়দেব মন্ডল ও মাষ্টার খায়রুল আলম, কৃষকলীগের যুগ্ম আহবায়ক প্রভাষক শাহাবাজ আলী, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মাসুম, আকতারুল ইসলাম, জাকারিয়া, পাইকগাছা যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম, জেলা ছাত্রলীগ নেতা মানিক, মনি শংকর, তরিকুল, আহম্মদ নজির, আলী ইমরান ও টিটু।তিনি মঙ্গলবার উঃ ও দঃ বেদকাশি, বাগালী, আমাদী ইউনিয়নের সকল পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন। তিনি প্রতিটি পূজা মন্ডপে হাজির হয়ে সাধারণ জনগনের উদ্দেশ্যে বলেন আগামী নির্বাচনে আমি দলের সম্ভাব্য প্রার্থী, কিন্তু দল যাকে মনোয়ন দেবেন আমি তার সাথে কাজ করব। তবে উপজেলা আ’লীগের একাধিক নেতৃবৃন্দ সাংবাদিকদের জানান,আ’লীগের ৪ জন সম্ভাব্য সংসদ সদস্য  প্রার্থীর কয়রা উপজেলায় পদাচারনা ঘটেছে এবং সবাই নৌকা প্রতিকে ভোট চাইলে ও নিজেকে প্রার্থী হিসেবে পরিচয় দিতে শোনা যায়নি।