কয়রায় মাদক বিরোধী মত বিনিময় সভা অনুষ্ঠিত

0
428

কয়রা প্রতিনিধি
‘মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে মাদককে নির্মূল করতে প্রত্যেককেই এগিয়ে আসতে হবে। মাদক দ্রব্য সেবনকারী ও ব্যবসায়ী কাউকে ছাড় দেওয়া হবেনা।’। গত ৫ অক্টোবর সকাল ১১ টায় কয়রা থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে মাদক বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন খুলনা জেলার পুলিশ সুপার এস. এম. শফিউল্যাহ (বিপিএম)। কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাদক বিরোধী মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস. এম. শফিকুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান কমলেশ চন্দ্র সানা, নাসিমা আলম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি. এম. মোহসিন রেজা। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কয়রা থানা পুলিশিং কমিটির সমন্বয়কারী মোঃ দিদারুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আমীর আলী গাইন, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সানা, প্রেসক্লাব সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, ঈমাম মাওলানা মোঃ আশরাফুল আলম, কয়রা বাজার কমিটির সভাপতি মোঃ জুলফিকার আলী ও প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা,। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাঃ হুমায়ূন কবীর, জি. এম. কবি শামছুর রহমান, জেলা পরিষদ সদস্য মোঃ হাবিবুল্যাহ হাবিব,ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকুসহ এলাকার মুক্তিযোদ্ধাবৃন্দ, গণমাধ্যম কর্মী, সুধীজন সহ সর্বস্তরের জনতা।