কয়রায় বৃষ্টি অভাবে দুশ্চিন্তায় এস্তেস্কার নামাজ আদায়

0
432

কয়রা(খুলনা)প্রতিনিধি:
আষাঢ় শেষ শ্রাবণ মাস শুরু এখনো বৃষ্টি বাদলের দেখা নেই। মাঠ ঘাট বিল বর্ষার মৌসুমে ফেটে চৌচির কোথাও পানি নেই। পানির অভাবে কৃষক ধানের চারা রোপন ও বীজতলা তৈরী করতে পারছে না। আকাশে উজ্জল রোদ প্রচন্ড তাপদাহে জনজীবন অতিষ্ট হয়ে ভোগান্তি পোহাচ্ছে এলাকাবাসী। কয়রা এলাকার বর্ষাকালীন তরিতরকারির ক্ষেতগুলো লালচে বর্ণ ধারণ করেছে। হাজার হাজার হেক্টর রোপা আমন ধানের ক্ষেত খামার ধু ধু করছে।প্রখর রৌদ্রে পানির অভাবে গ্রামবাসি ও কৃষকরা কোন বীজতলা ও চারা রোপন করতে পারছে না।ভোগান্তি লাঘবে এমতা অবস্থার মধ্যে বৃষ্টির আশায় মহান আল্লাহর রহমত ও সাহায্য কামনা করে গত শুক্রবার জুমার নামাজ আদায় শেষে উপজেলা সদরে মসজিদ-ই-আবু বকর (রাঃ) মসজিদে দোয়া ও মসজিদ সংলগ্ন মাঠে শত শত মানুষ এস্তেস্কার নামাজ আদায় করেন। গতকাল শনিবার একই স্থানে জোহরের নামাজ শেষে আবারো এস্তেস্কার নামাজ আদায় করা হয়।এস্তেস্কার নামাজে ইমামতি করেন অত্র মসজিদের খতিব অধ্যক্ষ আলহাজ মাওঃ শফিকুল ইসলাম নেজামি। এছাড়া গতকাল কয়রা উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদরাসায় এস্তেস্কার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহন করেন। নামাজ শেষে বৃষ্টির পানি চেয়ে মহান আল্লাহর রহমত ও সাহায্য কামনা করে দোয়া মোনাজাত করা হয়।