কয়রায় বৃক্ষরোপনের কার্যক্রম উদ্বোধন

0
193
???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

কয়রা প্রতিনিধি:
খুলনার কয়রায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মুজিববর্ষ উপলক্ষে “গ্রীন বেল্ট ফেইজ- ২” প্রকল্পের আওতায় বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে জেলা জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার। এর পর বিভাগীয় পর্যায়ে বৃক্ষরোপন উদ্বোধন কার্যক্রম শেষে কয়রা উপজেলা পরিষদ চত্বরে ৩ লক্ষ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপনের লক্ষে গাছের চারা লাগিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, কৃষি অফিসার এস এম মিজান মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল বারহাম, এস আই শারাফাত হোসেন প্রমুখ।