কয়রায় বাঁধ নির্মাণে ছাত্রলীগ

0
220

কয়রা প্রতিনিধি:
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে টানা বৃষ্টি ও অমাবস্যার প্রভাবে বেঁড়িবাধ উপছে ও রিং বাঁধ ভেঙ্গে গত তিন দিন ধরে জোয়ারের পানিতে ভাসছে খুলনার উপকূলীয় অঞ্চলের কয়রার বিস্তীর্ণ এলাকা। গত শনিবার অমাবস্যায় অতি জোয়ারে কয়রা সদরের আম্পানে ক্ষতিগ্রস্তের পর দেয়া রিং বাঁধ ভেঙ্গে ২ নং কয়রা, গোবরা ঘাটাখালি, কয়রা সদরসহ বেশকিছু এলাকা হাঁটুপানিতে তলিয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন কয়রাবাসী। কয়রা বাসীর দুঃখ লাঘবে ক্ষতিগ্রস্ত ও নষ্ট হওয়া বেঁড়িবাধে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজ করছে কয়রা উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার ২৫ আগস্ট ২ নং কয়রা খালের গোড়া এলাকায় এ বাঁধ নির্মান কাজ করে ছাত্রলীগ।এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) আমিনুল হক বাদল, সহসভাপতি তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদরানা শেফার, ছাত্রলীগ নেতা বিল্লু,রিজভী,ফেরদাউস, মেহেদী, রাজা, শরিফুল, মফিজুল, শান্ত, জুবায়ের প্রমুখ। এসময় কয়রা উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু বলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় জনগণের দুর্ভোগ লাঘবে আমরা অস্বাভাবিক জোয়ারে ভেঙ্গে যাওয়া ক্ষতিগ্রস্ত রিং বাঁধ এলাকাবাসীকে সাথে নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজ করি। করোনা দুর্ভোগের মধ্যে ও বাঁধ ভেঙ্গে প্লাবিত কয়রা উপজেলার মানুষের দুর্ভোগ চরমে। ঘূর্ণিঝড় ‘আম্পান’ এর আগ্রাসনে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত ও বর্তমানে অস্বাভাবিক জোয়ারে বিপদগ্রস্ত জনপদে যে কোনো মানবিক প্রয়োজনে স্বেচ্ছাসেবক হিসেবে পাশে থাকতে কয়রা উপজেলা ছাত্রলীগ বদ্ধপরিকর।যে কোন দুর্যোগে জনগণের মাল রক্ষায় কয়রা উপজেলা ছাত্রলীগ জনগনের পাশে আছে।