কয়রায় প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরন ও আলোচনা সভা

0
315

কয়রা প্রতিনিধি:
কয়রা উপজেলা পরিষদের আয়োজনে, স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহযোগিতায় বেকার ও দরিদ্র যুবকদের আতœকর্মস্থান সৃষ্টির লক্ষে মাসব্যাপী মোবাইল সার্ভিসিং বিষয়ক প্রশিক্ষন শেষে সনদপত্র বিতরন ও আলোচনা সভা অনুষ্টিত হয়। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম।
এ সময় তিনি বলেন,চাকরীর জন্য অন্যের মুখাপেক্ষী না হয়ে সরকারের দেওয়া সুযোগ সুুবিধা কাজে লাগিয়ে আত্মকর্ম সংস্থানের ব্যবস্থা করতে হবে।আত্মকর্ম সংস্থান সৃষ্টি করলে নিজেদের চাকরি খুঁজতে হবে না বরং অন্যকে চাকরী দিতে পারবেন। আত্মকর্ম সংস্থান সৃষ্টির জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই।এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রানী সম্পাদ অফিসার ডাঃ কাজী মোস্তাহিন বিল্লাহ,প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জাফর রানা, প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম।স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অফিসার মোঃআব্দুর রশিদ খাঁন,বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি শেখ মনিরুজ্জামান মনু, প্রশিক্ষনার্থী মোঃ শাহারুল ইসলাম,নাজমুল হাসান প্রমুখ। আলোচনা শেষে ২৫ জন প্রশিক্ষনার্থী যুবকদের মাঝে সনদপত্র বিতরন ও পুরস্কার বিতরন করা হয়।