খুলনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে রূপসায় ১শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১

0
155
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে রূপসায় ১শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক:
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে রূপসা থানা এলাকা হতে ১০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ মোঃ জিয়াউদ্দিন শেখ (২৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সে ২ নং শ্রীফলতলা ইউনিয়নের বাসিন্দা মোঃ মহিরউদ্দিন শেখ ও লাইলী বেগম দম্পতির সন্তান।
জানা গেছে, খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান’র দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃতে এসআই (নিঃ) তাপস কুমার দত্ত সংগীয় অফিসার ও ফোর্সসহ রূপসা থানা এলাকায় মাদক, অস্ত্রসহ বিবিধ উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে এসআই (নিঃ) তাপস কুমার দত্ত মাদকদ্রব্য বিক্রয়ের কথা জানতে পেরে রবিবার (৮ আগস্ট) রাত ০৯.১০ টার সময় মামলার ঘটনাস্থল রূপসা থানাধীন ৩ নং ওয়ার্ডের জনৈক আব্দুস সালাম শেখ এর চায়ের দোকানের সামনে থেকে আসামিকে গ্রেফতার করেন।
গ্রেফতার পূর্বক আসামী ১ টি সাদা পলিথিনের ভিতর রক্ষিত ১০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা বের করে দেন। এসআই (নিঃ) তাপস কুমার দত্ত উক্ত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সংক্রান্তে জব্দতালিকা মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় উপরোক্ত আসামীর বিরুদ্ধে এসআই (নিঃ) তাপস কুমার দত্ত বাদী হয়ে রূপসা থানার মামলা নং- ০৮, তারিখ- ০৯/০৮/২০২১ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) দায়ের করেন।