কয়রায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালন

0
346

ওবায়দুল কবির(সম্রাট):-

“দক্ষ যুব গড়বে দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে , কয়রা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ইউএসএআইডি খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম ‘নবযাত্রা’র সহযোগিতায় কয়রায়
নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় যুব দিবস-২০২৯পালিত হয়েছে । অনুষ্ঠানে মধ্যে ছিল র‌্যালী আলোচনা সভা, যুব সমাবেশ, যুব ঋণের চেক, ও যুব প্রশিক্ষণ সনদ পত্র বিতরণ। র‌্যালী শেষে কয়রা উপজেলা পরিষদ মিলনাতয়নে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নূর-ই-আলম সিদ্দিকির সভাপতিত্বে কয়রা ন্যাশনাল ফাউন্ডেশনের সভাপতি আল আমিন ফরহাদ এর সঞ্চালনায় যুব দিবসের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রশিদ খান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কমলেশ চন্দ্র সানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা,উপজেলা বিআরডিবি চেয়ারম্যান শাহাদাত হোসেন,উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, নবযাত্রা ও সুশিলন এর উপজেলা সমন্বয়কারী শহিদুল আহসান, নবযাত্রা প্রল্পের জেন্ডার অর্গানাইজার শরিফুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা রোকনুজ্জান কাজল প্রমূখ।এ সময় বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ যুব সমাজ। সরকার এই বৃহৎ জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তর করতে নানামূখী উদ্যোগ গ্রহণ করেছে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিযে যুব ও যুব মহিলাদের আত্মবিশ্বাস, একাগ্রতা ও ধৈর্য্য নিয়ে আত্মকর্মসংস্থানে নিয়োজিত হতে হবে।সরকারী পাশাপাশি নবযাত্রা্রা, সুশিলন ও বিভিন্ন এনজিও বিভিন্ন ট্রেডে যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণ দিয়ে আসছে। প্রাপ্ত প্রশিক্ষণের পাশাপাশি নিজস্ব উদ্ভাবনী চিন্তুা দিয়ে তিনি যুবকদের নিজের ও দেশের উন্নয়ের জন্য কাজ করার আহবান জানান।এ ছাড়া আলোচনায় বক্তারা আরও বলেন, যুবকরা সমাজের চালক। কারণ যুবদেরই রয়েছে অসম্ভব প্রাণশক্তি। হিংসা, বিদ্বেষ, কলহ আর যুদ্ধ বিবাদের এই পৃথিবীতে শান্তির দেবদুত হিসেবে সমৃদ্ধির বার্তা ছড়িয়ে দেয়ার অন্যতম অনুঘটক যুবকেরা। সকল অসুভ নিয়মের জাল ছিন্ন করে এবং সমস্বরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে সমাজে সুস্থ ধারার এবং স্থায়িত্বশীল উন্নয়ন আনয়নে যুবদের ভুমিকাই সর্বাধিক। আজ জাতীয় যুব দিবস-২০১৯ এর যথাযথ পালনে আমাদের চাওয়া হোক, একটি সুস্থ যুব সমাজের, যারা দক্ষ যুব নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে অগ্রণী ভুমিকা রাখবে, বিশ্বের শান্তির অগ্রদুত হয়ে টেকসই উন্নয়নের দিকে মানবসমাজকে পথ দেখাবে।

পরে অতিথিরা যুব ঋণের চেক এবং যুব প্রশিক্ষণের সনদ পত্র বিতরণ করেন।