কয়রায় জুয়ার আসর থেকে আ’লীগ নেতাসহ আটক ১০

0
411

কয়রা প্রতিনিধিঃখুলনার কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ১০ জুয়ারীকে আটক করেছে। শনিবার রাতে উপজেলার ইসলামপুর এলাকার একটি মাছের আড়তে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়। ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জামও জব্দ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ইসলামপুর এলাকার নদীর পাড়ে নব নির্মিত মাছের আড়তের মধ্যে জুয়ার আসর চলাকালীন অবস্থায় সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলা অবস্থায় দশজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, ইকবাল সানা (৫০), কামরুল গাজী (৪৫), আছাদুল মোড়ল (৪০), মোহাম্মদ আলী (৩৮), মনিরুল (৪০), আইয়ুব আলী (৪৮), হেলাল গাজী (২৬), আমিরুল ইসলাম (২৫), রুহুল কুদ্দুস (২৭), আফসার (৪২)। ইকবাল সানা বাঘালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারোক বিশ্বাস অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ওই দশ জুয়াড়িকে আটক করা হয়েছে। আটক ১০ জুয়াড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য ইকবাল সানা দীর্ঘদিন ধরে ঘুগরাকাঠি বাজারের পার্শ্বে ইসলামপুর নামক স্থানে মাছের আড়তের মধ্যে জুয়ার আসর পরিচালনা করছিল। সেখানে রাতদিন জুয়া খেলা চলতো। আসাদুল এবং আমিরুল সানা এ আসরের তত্ত্বাবধানের দায়িত্বে ছিল। বাঘালি ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার পাড় সম্প্রতি উপজেলা আইন শৃঙ্খলা মিটিং এ ওই জুয়ার আসর বন্ধের দাবী জানিয়ে জোরালো বক্তব্য রাখেন।