কয়রায় কলুখালিকে খোলা পায়খানামুক্ত গ্রাম ঘোষনা

0
429

কয়রা (খুলনা) প্রতিনিধি:
উপজেলার ৪নং মহারাজপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের কলুখালি গ্রামকে খোলা পায়খানা মুক্ত গ্রাম হিসেবে ঘোষনার লক্ষ্যে ওয়ার্ড ওয়াটসান কমিটি ও গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে ও নবযাত্রা প্রকল্পের সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য নজরুল ইসলাম, সংরক্ষিত নারী সদস্য আয়শা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন নবযাত্রা প্রকল্পের ওয়াশ অর্গানাইজার মেজবা উর রহমান, এসএও রায়হান উদ্দিন প্রমুখ। সভায় সভাপতিত্বে করেন গ্রম উন্নয়ন কমিটির সভাপতি ডাঃ আব্দুর রাজ্জাক ঢালী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নবযাত্রা প্রকল্প পানি ও পয়নিস্কাশন বিষয়ে যে কাজ শুরু করেছে তা মহারাজপুর ইউনিয়নের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নবযাত্রা প্রকল্প শুধু স্বাস্থ্যসম্মত পায়খানা বিতরণ করেনা মানুষের আচারণ পরিবর্তনের জন্য উঠান বৈঠক (ঝইঈঈ) করে থাকে। তিনি আরো বলেন, কলুখালি গ্রামকে খোলা পায়খানামুক্ত ঘোষনার মধ্যদিয়ে মহারাজপুর ইউপি’র একটি নতুন অধ্যায় শুরু হলো যা পর্যায়ক্রমে আরো অনেক গ্রামকে এ ঘোষনার আওতায় আনার লক্ষে সকলকে কাজ করতে হবে।