খুবিতে শেয়ারিং দ্য সার্ভে রেজাল্ট শীর্ষক কর্মশালা

0
671

সংবাদ বিজ্ঞপ্তি:
খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের উদ্যোগে আজ ০৬ নভেম্বর সোমবার বেলা ১১ টায় চারুকলা ইনস্টিটিউটে ‘শেয়ারিং দ্য সার্ভে রেজাল্ট’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। সেলফ এসেসমেন্ট কমিটির সভাপতি ও ডিসিপ্লিন প্রধান(ভারপ্রাপ্ত) চৈতন্য কুমার মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালকদ্বয় যথাক্রমে প্রফেসর ড. সমীর কুমার সাধু ও প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম। উদ্বোধনের পরে ডিসিপ্লিন প্রধান(ভারপ্রাপ্ত) পাওয়ারপয়েন্টের মাধ্যমে সার্ভে রেজাল্ট তুলে ধরেন। পর্যবেক্ষণ দেন আইকিউএসির অতিরিক্ত পরিচালকদ্বয়। এছাড়া শিক্ষার্থী ও এলামনাইদের পক্ষ থেকেও বক্তব্য রাখা হয়। এসময় চারুকলা ইনস্টিটিউটের বিভিন্ন ডিসিপ্লিনের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।