কয়রায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ

0
217

ওবায়দুল কবির:
বুধবার (৭ অক্টোবর) বিকালে খুলনার কয়রা সদরের ২নং কয়রা গেটের খালে সানা বাড়ীর উদ্যোগে এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নৌকা বাইচ প্রতিযোগিতায় যৌথভাবে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের সোনার তোরী দল ও দক্ষিণ মদিনাবাদ মাসুম বিল্লাহর দল প্রথম স্থান দখল করে জিতে নেয় একটি ফ্রিজ এবং যৌথ ভাবে দ্বিতীয় স্থান দখল করে ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন পেয়েছেন খড়িয়া বড়বাড়ী মৎস্যজীবী সমিতি দল ও ৫নং কয়রা মেঘদূত দল। নৌকা বাইচ দেখতে দ্ইু পাড়ে জমে দর্শনার্থীদের ভিড় এদিকে সকাল থেকেই ২নং কয়রার গেটের খাল পাড়ে হাজার হাজার দর্শক নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে জড়ো হন। শিশু-কিশোর-নারী-পুরুষসহ সব শ্রেণি-পেশার মানুষের সরব উপস্থিতিতে নদীর দুই ধার উপচে পড়ে। বিকাল সাড়ে ৩টার দিকে নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়। চড়ন্দারের ঘণ্টার টং টং আওয়াজের তালে তাল মিলিয়ে বাইচাররা বইঠা টানেন হেলেদুলে। ৪টি সুসজ্জিত বাইচের নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। নৌকা বাইচে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, যুবলীগ নেতা এ্যাড. আরাফাত হোসেন, উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ধীরাজ রায় প্রমূখ।