কয়রায় অবৈধভাবে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

0
252

কয়রা(খুলনা)প্রতিনিধি:
কয়রায় অবৈধভাবে জমি দখল করার ষড়যন্ত্র ও বাড়ির লাগানো গাছ জোরপুর্বক কেটে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কয়রা উপজেলার দক্ষিন বেদকাশি ইউনিয়নের আংটিহারা গ্রামের মৃত বাশারাতুল্যাহ সানার পুত্র মোঃ সোহরাব উদ্দিন।
মঙ্গলবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি জানান, আমাদের দখলীয় বাস্তভিটায় দির্ঘ ৩২ বছর ধরে বসবাস করে আসছি। সেই জমিতে দৃষ্টি পড়ে একই এলাকার মজিদ সানা গংদের। তারা ২০১৭ সাল থেকে আমাদের জমি দখল করার নানা ষড়যন্ত্র মেতে উঠে। তারাই রেশ ধরে গত ১৭ আগষ্ট মজিদ সানা গংরা আমাদের বাস্তভিটার উঠান সহ ১ টি অংশ জোর করে দখল করে নেয়। আমরা প্রতিবাদ করলে তারা আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে ক্ষতি করার ভয়ভীত প্রদর্শন করেন। এর আগে বিষয়টি নিয়ে স্থানীয় উপজেলা চেয়ারম্যানের নিকট অভিযোগ দায়ের করি। তিনি উভয় পক্ষের কথা শুনে যার যা জমিতে প্লটকাটা আছে সেই জমিতে তারা ভোগদখল করবে বলে সিধান্ত জানিয়ে দেয়। তারপরেও তারা জোরপুর্বক আমাদের জমিতে প্রবেশ করে বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে ব্যাপক ক্ষতি সাধন করেছে। গাছ কাটার ব্যাপারে আমি বাদী হয়ে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০ জনকে আসামী করে ১ টি মামলা দায়ের করি। উক্ত মামলায় আসামীরা জামিন পেয়ে আমাদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করছে। সম্প্রতি সময় তারা আমার পুকুরের মাছ লুট করে নিয়েছে। ইতিমধ্যে ঐ জমিতে বালুভরাট করে দখলে নেওয়ার পায়তারা চালাচ্ছে। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে মজিদ গংদের হাত থেকে রেহাই পেতে প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করছি।