কয়রার বেড়ীবাঁধ বিষয়ে খুলনা জেলা আ’লীগের বিবৃতি

0
163

খবর বিজ্ঞপ্তি:
বাংলাদেশ আওয়ামীলীগ খুলনা জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশিদ ও জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী এক যুক্ত বিবৃতিতে বলেন, গত ১লা জুন খুলনা জেলার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া ভাঙ্গন কবলিত বেড়ীবাঁধে ঘটে যাওয়া অনাকাংখিত ঘটনাটি কারো কাম্য নয়। খুলনা-৬ এর সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবুর প্রতি এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ যাহা ছিল অনাকাংখিত। কয়রা পাইকগাছার জনগন স্বেচ্ছাশ্রমে বেড়ীবাঁধ মেরামত করায় জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সৃষ্ট ঘটনার স্থলে কর্মরত স্বেচ্ছাসেবীদের উৎসাহ দিতে এম.পি বাবু সেখানে উপস্থিত হয়ে ছিলেন।
নেতৃবৃন্দ আরও বলেন, উপকূলের জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে টেকসই বেড়ীবাঁধের বিকল্প নাই। জনগণের এই দাবীর প্রতি জেলা আওয়ামীলীগ সমর্থন করে। এই এলাকার যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ণ সহ সার্বিক উন্নয়ণ আওয়ামীলীগ সরকারের আমলেই হয়েছে। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, জননেত্রী শেখ হাসিনার সরকার এই জনগুরুত্বপূর্ন সমস্যার সমাধান কল্পে অচিরেই টেকসই বেড়ীবাঁধ তৈরীর প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। প্রধানমন্ত্রীর পক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন।