অর্থ-সম্পদ আত্মসাৎ করে তালাক দিয়ে স্বামীকে ঘরছাড়া করার অভিযোগ

0
402

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধিঃ
স্ত্রীকে সুখি করতে পিতা-মাতাসহ আত্মিয় স্বজনকে ত্যাগ করে সম্পদ লোভী স্ত্রীকে অর্থ সম্পদ দিয়েও শেষ রক্ষ হলো না। স্ত্রীর পরোকিয়ায় সংসার ভাঙ্গল সেনা সদস্য সাইফুল আলমের(৩৩)। । সর্বস্ব আত্মসাৎ করে স্বামীকে তালাক দিয়ে এলাকার কতিপয় প্রভাবশালী ব্যািক্তর মদদে ঘরে উঠতে দিচ্ছেনা স্ত্রী রাবেয়া(২৮)। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডারয়ী করা হয়েছে।
অভিযোগে জানাগেছে, নগরীর সোনালী জুট মিলস পারিবারিক কলোনীর মোঃ হাবিবুর রহমানের পুত্র সেনা সদস্য মোঃ সাইফুল আলমের সাথে মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ী থানার নয়না গ্রামের আলাউদ্দিন শেখের কণ্যা রাবেয়ার সাথে ২০০৭ সালে বিবাহ হয়। বিবাহের পর স্ত্রীর কথায় পিতা-মাতাকে ত্যাগ করে আড়ংঘাটা থানাধীন উত্তরপাড়ার খায়রুল শেখের বাড়ীতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করতেন সাইফুল। স্ত্রীর ইচ্ছা পুরনে শালককে বিদেশে পাঠানো, তার নামে জমিক্রয়, মিশনে থাকাকালিন সময়ে বেতনের সম্পন্ন টাকা তুলে দেওয়াসহ সব কিছুই করা হয় তার সুখের জন্য কিন্তু স্ত্রী জড়িয়ে পড়ে পরোকিয়ায়। চাকুরীর সুবাদে কংগোতে মিশনে ১ বছর বাইরে থাকায় এবং পরবর্তিতে বান্দরবান ১৮ ইষ্ট বেঙ্গল আলী কদম সেনানিবাসে থাকায় তার অনুপস্থিতিতে বাসায় অপরিচিত লোকের আশা যাওয়া শুরু হয়। বিষয়টি জানতে পারায় উল্টো স্বামীকে বিভিন্ন ভাবে হয়রানি করার চেষ্টা করে ব্যার্থ হয়। ক্ষোভে সেনা সদস্য সাইফুল চাকুরী থেকে অব্যহতি নিলে স্ত্রী রাবেয়া তাকে তালাক দিয়ে দেয়। বাড়িতে এলে স্ত্রী রাবেয়া এলাকার প্রভাবশালী কতিপয় ব্যক্তির মদদে তাকে বাসায় উঠতে না দিয়ে তাকে বিভিন্ন ভাবে হামলা মামলা এবং জীবন নাশের হুমকি প্রদান করছে। এ ব্যাপারে সাইফুল খানজাহান আলী থানায় একটি সাধারণ ডায়রী করেছেন(যার নং ৩৬৪ তাং ৯/১২/১৭)