কেসিসি মেয়রের নির্দেশে কুয়েটে পরিস্কার-পরিছন্ন কাজ শুরু

0
350

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) রোডের ফুলবাড়ীগেট হতে কুয়েটের প্রধান গেট হয়ে সিটি কর্পোরেশনের মুল ড্রেন সরকারী ল্যাবরেটরী হাই স্কুলের সামনে পর্যন্তসামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়, ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থী সহ পাশ্ববর্তি এলাকার জনগনের চলাচলের চরম ভোগান্তির সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ পাশ্ববর্তি এলাকার জলাবদ্ধতার নিরসনের ল

ক্ষে ফুলবাড়ীগেট হতে কুয়েট প্রধান গেট হয়ে ল্যাবরেটরী হাই স্কুলের সামনে পর্যন্ত সড়কের দুই পাশ্বেজরুরী ভিত্তিতে ড্রেন সমুহ পরিস্কার করার জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্বতালুকদার আব্দুল খালেকের নিকট আবেদনের প্রেক্ষিতে তারই নির্দেশ ক্রমে গতকাল সকাল ৯টা থেকে জলবদ্ধতা নিরসন ও ড্রেন পরিস্কার পরিচ্ছন্তার কাজ ১টি এস্কেভেটর, ১টি ষ্টিভরোডার দিয়ে শুরু হয়। একাজে দেখাশুনা করেন সিটি কর্পোরেশনের এসিও মোঃ জিয়াউর রহমান ও সিএসআই গাজী সালাউদ্দীন। এসময় ল্যাবরেটারীর রাস্তার দুইপাশ্বে ড্রেনের উপর কিছুহোটেল থাকায় তাদের কাজে বিঘœ ঘটে এবং হোটেলের সমস্ত ময়লা আবর্জনা সিটি কর্পোরেশনের নির্দিষ্ট স্থানে ডাষ্টবিন থাকা সত্বেও সেখানে না ফেলে ড্রেনে ফেলার কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। এছাড়া দির্ঘ্যদিনের ভোগান্তি থেকে পরিত্রাণ পেতে ড্রেনের উপরে হোটেল ও দোকানপাট সরিয়ে নেয়ার দাবী জানান এলাকাবাসী।