কেএমপি’র হরিণটানা থানার অভিযানে প্রায় ৯ লক্ষ টাকাসহ গ্রেফতার ১

0
77

নিজস্ব প্রতিবেদক
কেএমপি’র হরিণটানা থানা পুলিশের অভিযানে চোরাই নগদ অর্থ ৮ লক্ষ ৯৫ হাজার টাকা উদ্ধারপূর্বক ১ জন আসামী গ্রেফতার করা হয়। কেএমপি’র হরিণটানা থানা পুলিশের একটি চৌকস টিম কর্তৃক হরিণটানা থানার মামলা নং—১০, তারিখ—১৩/০৩/২০২৪ ধারা—৪৫৪/৩৮০ পেনাল কোডের প্রেক্ষিতে দিঘলিয়া থানাধীন পানিগাতী স্থানীয় থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ টিটন খান(৩৫), পিতা—মোঃ হারুন খান, সাং—পানিগাতী, পশ্চিমপাড়া, থানা—দিঘলিয়া, জেলা—খুলনা’কে চোরাই নগদ অর্থ ৮ লক্ষ ৯৫ হাজার টাকা উদ্ধারপূর্বক গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, উক্ত গ্রেফতারকৃত আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্যর বিরুদ্ধে ১) খুলনা এর দিঘলিয়া থানার মামলা নং—১১, তারিখ—২৬/০১/২০২৪ খ্রিঃ, ধারা—৪৬১/৩৮০ পেনাল কোড; ২) খুলনা এর দিঘলিয়া থানার মামলা নং—০৭, তারিখ—১৫/১০/২০২১ খ্রিঃ, ধারা—৩৮০/৪৫৭ পেনাল কোড; ৩) খুলনা এর পাইকগাছা থানার মামলা নং—১৩, তারিখ—১২/০১/২০২১ খ্রিঃ, ধারা—৪৫৪/৩৮০ পেনাল কোড এবং ৪) বাগেরহাট এর রামপাল থানার মামলা নং—৪, তারিখ—০৫/০৫/২০২১ খ্রিঃ, ধারা—৪৫৪/৩৮০ পেনাল কোডে মামলা রয়েছে।