কেএমপি’র অভিযানে ল্যাপটপ এবং ডিজিটাল ক্যামেরাসহ চোর চক্রের সদস্য গ্রেফতার

0
98

নিজস্ব প্রতিবেদক
কেএমপি’র খালিশপুর থানা পুলিশের অভিযানে কাস্টম মোড় এলাকা থেকে ১ টি আসুস ল্যাপটপ এবং ১ টি ফুজি ফ্লিম ডিজিটাল ক্যামেরাসহ চোর চক্রের ১ সদস্য কে গ্রেফতার করা হয়েছে।
কেএমপি’র খালিশপুর থানার মামলা নং—০১, তারিখ—০১/০৩/২০২৪ খ্রিঃ, ধারা—৩৮০/৪৫৭ পেনাল কোড রুজুর প্রেক্ষিতে খালিশপুর থানা পুলিশের একটি চৌকস টিম কর্তৃক উক্ত থানাধীন কাস্টম মোড় এলাকায় অভিযান পরিচালনা করে চোর চেক্রের সদস্য ১) ইব্রাহিম হোসেন(২৯), পিতা—মোঃ হোসেন, সাং—কাস্টম মোড়, থানা—খালিশপুর, খুলনা মহানগরীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর তথ্য ও দেখনো মতে আসামীর বাসা হতে বর্ণিত মামলার চোরাই মালামাল ১ টি আসুস ল্যাপটপ যার মডেল নং—ASUS TUF GAMING FX506LH CORE 1-5 10TH (BLACK COLOUR), মূল্য অনুমান—৮২ হাজার ৫শ’ টাকা এবং ব্যবহৃত ১ ফুজি ফ্লিম FinePix S8650 মডেলের ডিজিটাল ক্যামেরা, যার মূল্য অনুমান— ২২ হাজার টাকা উদ্ধারপূর্বক নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।