কেএমপিতে ১৫ তম ব্যাচের কনস্টেবল ও নায়েকদের দক্ষমতা উন্নয়ন কোর্সর উদ্বোধন

0
18

নিজস্ব প্রতিবেদক
কেএমপিতে কনস্টেবল ও নায়েকদের “দক্ষতা উন্নয়ন কোর্স” প্রশিক্ষণ ১৫ তম ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার (২০ এপ্রিল) সকাল ১০টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সের প্রশিক্ষণ ভেন্যুতে ইন—সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরার আয়োজনে এক সপ্তাহ মেয়াদী কনস্টেবল ও নায়েকদের “দক্ষতা উন্নয়ন কোর্স” এর ১৫ তম ব্যাচের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কেএমপি’র কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম—সেবা “দক্ষতা উন্নয়ন কোর্স” প্রশিক্ষণ ১৫ তম ব্যাচের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও শ্রীমদভগবত গীতা পাঠের মধ্য দিয়ে গ্রীষ্মের রৌদ্রময় সকালে আয়োজিত “দক্ষতা উন্নয়ন কোর্স” প্রশিক্ষণ—১৫ তম ব্যাচের কার্যক্রম শুরু হয়।
উক্ত অনুষ্ঠানের শুরুতে পুলিশ কমিশনার প্রধান অতিথির বক্তব্যে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে শরীর ও মন সুস্থ রাখার জন্য পিটি প্যারেডের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বাড়ানোর ব্যাপারে নির্দেশনা প্রদান করেন। একইসাথে সরকারি দায়িত্ব পালনে করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে আইনগত বিষয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
উক্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সদর) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম—সেবা; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সোয়াট) মোঃ মারুফাত হুসাইন; সহকারী পুলিশ কমিশনার (আরও) মোঃ আজম খান; সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পিসি) ইমদাদুল হক; সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) খোন্দকার সাদ্দাদুল বাকী—সহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here