কৃষি উপ সচিবের ডুমুরিয়ায় জিকেবিএসপি’র গবেষণা প্লট পরিদর্শন

0
144

নিজস্ব প্রতিবেদক:
কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মশিউর রহমান ডুমুরিয়ায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট’র জিকেবিএসপি (এসআরডিআই অংগ)’র গবেষণা প্লট, সার সুপারিশ কার্ড ও মৃত্তিকা জরিপ কার্যক্রম পরিদর্শন করেন। তিনি শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কার্যক্রম পরিদর্শন করেন।
তিনি ডুমুরিয়া সদর, গুটুদিয়া, আটলিয়া, বরাতিয়া, মাগুরঘোনা, খর্নিয়া এলাকায় পটল, কাকরোল, মুখি কচুর ক্ষেত ও জনবহুল স্থানে জনগণের জন্য উন্মুক্ত টানিয়ে রাখা সার সুপারিশ কার্ড পরিদর্শন করেন। এ সময় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট’র জিকেবিএসপি (এসআরডিআই অংগ)’র প্রকল্প পরিচালক শচীন্দ্র নাথ বিশ^াস, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট’র খুলনা বিভাগীয় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আমরেন্দ্রনাথ বিশ^াস, বৈজ্ঞানিক কর্মকর্তা শামসুন নাহার রতœা এবং কৃষক আব্দুর রহমান গাজী, বিশ^জিৎ ঘোষ ও সুশান্ত ঘোষসহ এলাকার কৃষক এবং কিষানীগণ উপস্থিত ছিলেন। উপ-সচিব মো. মশিউর রহমান মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট’র জিকেবিএসপি (এসআরডিআই অংগ)’র কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।খবর বিজ্ঞপ্তি

খুলনা টাইমস/এমআইআর