কুয়েট স্কুলে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি শীর্ষক সভা

0
709

ফুলবাড়ীগেটে(খুলনা) প্রতিনিধি:
খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনির্ভাসিটি স্কুল কর্তৃক আয়োজিত ‘‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’’ শীর্ষক উন্মুুক্ত প্রশ্ন-উত্তর ও আলোচনা সভা গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, জাতিয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোল্যা মুজিবর রহমান ও মুক্তিযোদ্ধার আত্মিয় কুয়েট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা শিক্ষার্থীদের মুক্তিযোদ্ধ বিষয়ের উপর বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান ও বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থীরা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে বিষয় ভিত্তিক প্রশ্ন-উত্তর পর্বে অংশগ্রহন করেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবপ্রসাদ মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক রনজিত কুমার মন্ডল, মোহাম্মাদ আবুল হাসান, আব্দুল মতিন, মো. মহিবুল্লাহ, কাজী আযাহারুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষকগন। পরে শিক্ষার্থীরা খুলনায় স্থাপিত ১৯৭১ গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর পরিদর্শন করেন।