খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে মরহুম আব্দুল মজিদ স্মরণে আলাচনা ও দোয়া অনুষ্ঠান

0
377

আব্দুর রব লিটু.দেবহাটা: সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন সখীপুরের ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে মরহুম অালহাজ্জ অাব্দুল মজিদ স্মরণে অালোচনা, মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অত্র সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের একমাত্র প্রতিষ্ঠাতা সদস্য, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের দীর্ঘ ২৭ বছরেরর সাধারণ সম্পাদক, সখীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, দানবীর মরহুম অালহাজ্জ অাব্দুল মজিদ স্মরণে ১৭ অক্টোবর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টা হতে কলেজের হল রুমে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কলেজ প্রতিষ্ঠায় মরহুম অাব্দুল মজিদের অবদান বর্ণনাপূর্বক সভাপতির দায়িত্ব পালন করেন সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও দীর্ঘ দিনের অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলাম। স্মতিচারণমূলক অারো বক্তব্য রাখেন অত্র কলেজের অন্যতম প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও বর্তমান অত্র কলেজের উপাধ্যক্ষ অালহাজ্জ মো. অাব্দুল মজিদ, মরহুম অাব্দুল মজিদের একমাত্র পুত্র,অত্র কলেজের ২য় ব্যাচের ছাত্র ও ঢাকা অাহছানিয়া মিশনের পরিচালক (হেলথ বিভাগ) ইকবাল মাসুদ, মরহুমের জামাতা ও সাবেক মাধমাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম নাজমুল হক, নলতা শরীফ শাহী জামে মসজিদের পেশ ইমাম অালহাজ্জ মাওলানা মো. অাশরাফুল ইসলাম আজিজী, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাবেক কার্যনির্বাহী সদস্য ও চন্ডীপুর অাহ্ছানিয়া মিশনের সভাপতি আলহাজ্জ মো. মুজিবর রহমান শিক্ষক। কলেজের রোভার স্কাউটস সদস্যদের অক্লান্ত পরিশ্রমে প্রভাষক মো. মনিরুজ্জামান (মহসিন) সহ অন্যান্য শিক্ষক-কর্মচারীদের সহযোগিতায় এবং শিক্ষক মো. অাবু তালেবের সঞ্চালনায় অনুষ্ঠানে নাতে রসূল পেশ করেন নলতা শরীফের মো. অানিছুর রহমান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রধান অালহাজ্জ শেখ হাবিবউল্লাহ। অনুষ্ঠানে অত্র কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পক্ষ থেকে অাগত অালহাজ্জ মো. অাবুল কাশেম, অালহাজ্জ মো. জাহাঙ্গীর হোসেন, অালহাজ্জ মো. রজব অালী এবং স্থানীয় মোজাফফর হোসেন উপস্থিত ছিলেন। সবশেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন অালহাজ্জ মাওলানা মো. অাশরাফুল ইসলাম আজিজী। উল্লেখ্য, খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ খ্রিস্টাব্দে এবং সরকারিকরণ হয় ২০১৮ খ্রিস্টাব্দে।