কুয়েটে দুই দিনব্যাপী “বিল্টে ফেস্ট ৪.০” অনুষ্ঠিত

0
318

খবর বিজ্ঞপ্তি:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী “বিল্টেক ফেস্ট ৪.০” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে ফেস্টটির সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আইইবি, খুলনার ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর ড. সোবহান মিয়া। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ফেস্টের কনভেনর ও বিইসিএম বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ইকরামুল হক এবং স্বাগত বক্তৃতা করেন ফেস্টের সেক্রেটারী বিইসিএম বিভাগের সহকারী অধ্যাপক এসএম, আরিফুর রহমান। বিল্ডিং ইঞ্জিনিয়ারিং ও কন্সট্রাকশন ম্যানেজমেন্টের বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে “বিল্টেক ফেস্ট ৪.০” বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্ট ও ওয়ার্কশপে সাজানো হয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং ইঞ্জিনিয়ারিং, কন্সট্রাকশন ম্যানেজমেন্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইউআরপি এবং আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থীরা এই ফেস্টে অংশ নেয়। বিল্ডিং ইঞ্জিনিয়ারিং ও কন্সট্রাকশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে শিক্ষার্থীদের উদ্ভাবনীমূলক চিন্তাধারা ও কাজের বেশি বেশি সুযোগ করে দেয়া এই ফেস্টের প্রধান উদ্দেশ্য। প্রতিযোগিতামূলক ইভেন্টগুলো মেকানিক্স মেনিয়া, পোস্টার প্রেজেন্টেশন, ক্যাড কনটেস্ট, টেকনিক্যাল রাইটিং, ভিজুয়াল রেন্ডিশন, কেস ক্রাকিং, ম্যানেজমেন্ট মাস্টারমাইন্ড, র‌্যাপিড প্রেজেন্টেশন, কগনিটিভ প্রোজেক্ট শোকেসিং, এডভান্সড মেকানিক্স ব্যাটেলসহ বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। অনুষ্ঠানে ৩২ টি বিশ^বিদ্যালয়ের ৬০০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।