কুয়েট’র প্রফেসর ড. মোহাম্মদ আরিফ হোসেনের মৃত্যুতে ভাইস-চ্যান্সেলরের গভীর শোক

0
249

খবর বিজ্ঞপ্তি:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এর গণিত বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আরিফ হোসেন (৫৮) বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮ টায় ফুলবাড়িগেটস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। প্রফেসর ড. মোহাম্মদ আরিফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুয়েট এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। মৃত্যু সংবাদ শোনার পরই তিনি মরহুমকে দেখতে ছুটে যান, এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, তিনি বেশ কিছুদিন যাবৎ দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীণ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুনগ্রাহী রেখে গেছেন। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাযা শেষে নগরীর গোয়ালখালী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
এছাড়া, বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশন প্রফেসর ড. মোহাম্মদ আরিফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।