নারী ও শিশু ধর্ষকদের শাস্তির দাবীতে মানববন্ধন

0
274

খবর বিজ্ঞপ্তি :
নারী ও শিশু ধর্ষকদের শাস্তির দাবীতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে শারি সংস্থা ও হিউম্যানিটি ওয়াচ সংস্থার সহযোগিতায় খুলনা জেলা সুরক্ষা নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) আয়োজনে মুখে কালো কাপড় বেধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। খুলনাসহ সারা বাংলাদেশে নারী ও শিশু ধর্ষন উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। কোথায়ও ধর্ষকরা পুলিশের হাতে ধরা পড়ছে আবার কোথাও ধরা পড়ছে না। ধর্ষকরা যাতে গ্রেফতার এবং দোষীদের বিচারের দাবীতে মানববন্ধনের আয়োজন করা হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন খুলনা জেলা সাধারণ সম্পাদক এসএম সোহেল ইসহাক, সদস্য বাহালুল আলম, ডা. নয়ন পাল, বিপ্লব বেনজির আহম্মেদ মুকুল, দিঘলীয়া সুনাম কমিটির শীলা রানী, সাবিনা আক্তার সাথী, ময়না রানী দে, মো: নয়ন, বিদ্যুৎ বর্মন, স্বর্না খাতুন, আমিনুর রহমান, শারি সংস্থার বিষ্ণু পদ দাস, শান্তনু দাস, হিউম্যানিটিওয়াচ সংস্থার শরিফুল ইসলাম সেলিম, মানবাধিকার কর্মী হুমায়ুন কবীর, বিপ্লব হোসেন, আ: রহিম সহ আরও অনেকে।