কুল্যায় খাস সম্পত্তির বালুর চর থেকে অবৈধ ভাবে বালু বিক্রয়!

0
186

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি ব্রীজ সংলগ্ন বেতনা নদীর বালু ভরাট চর থেকে অবৈধ ভাবে বালু বিক্রয়ের অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামের আব্দুল গফফারের ছেলে আব্দুল হান্নান, একই গ্রামের মইনুর রহমানসহ আরও অনেকে প্রশাসনের নাম ভাঙ্গিয়ে নদীর চর ভরাট জায়গা থেকে বালু উত্তোলন করে বালু বিক্রয় করছে।
এসকল ব্যক্তিদের যোগসাজশে বালু বিক্রয়ের জন্য উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের অনুমতি আছে এমনই পন্থায় প্রশাসনের নাম ভাঙ্গিয়ে চড়া দামে চালাছে বালু বিক্রয়ের রমরমা ব্যবসা। সরেজমিন গেলে স্থানীয়রা জানান- কিছুদিন পূর্বে বালু ভরাট জায়গাটি সাতক্ষীরা পৌর এলাকার আব্দুল খালেক নামে এক ব্যবসায়ীর ছিলো। দখলকারীরা বেতনা নদীর বালু ভরাট চর থেকে চড়া দামে বালু বিক্রয়ের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এমতাবস্থায় উক্ত খাস জমিতে লাল প্লাগ তুলে সরকারি খাস সম্পত্তি সরকারের নিজ দখলে নিতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।