কিশোর অপরাধ দমন ও গুজব প্রতিরোধে ব্যবস্থা গ্রহণে সকল জেলাকে নির্দেশ

0
347

নিজস্ব প্রতিবেদক:
বুধবার সকাল ১১টায় রেঞ্জ ডিআইজি, খুলনা’র সম্মেলন কক্ষে ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার), ডিআইজি, খুলনা রেঞ্জের সভাপতিত্বে অক্টোবর/২০১৯ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অপরাধ পরিসংখ্যান নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং এ বিষয়ে ডিআইজি অপরাধ রোধ এবং মামলা তদন্ত ও নিষ্পত্তির বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
খুলনা রেঞ্জে আইন-শৃঙ্খলা, ট্রাফিক আইন-২০১৮ কার্যকর এবং কমিউনিটি পুলিশিংসহ থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ক্যাম্পের কার্যক্রম জনবান্ধবরূপে গড়ে তোলার এবং পুলিশি সেবা জনসাধারণের দৌড়গোড়ায় পৌঁছানোর বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
পর্যাপ্ত লবন মজুদ থাকা সত্বেও সাম্প্রতিক সময়ে লবনের সংকট/মূল্য বিষয়ে গুজব সৃষ্টিকারী, প্রচারকারী এবং বাজার মূল্যের অতিরিক্ত দামে লবন বিক্রয়কারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বহাল রেখে কার্যকরী আইনানুগ পুলিশি ব্যবস্থা গ্রহণের জন্য এবং মাদক, জঙ্গীবাদ দমন ও নিয়ন্ত্রণে সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন।
রেঞ্জের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায় অক্টোবর/১৯ মাসে বিভিন্ন খাতে মোট ১৭১৩টি মামলা রুজু হয়েছে তার মধ্যে মাদক মামলা ৬২১টি। অক্টোবর/১৯ মাসে আনুমানিক ১ কোটি ১৪ লাখ ৭৯ হাজার ৬০০ টাকার মাদকদ্রব্য উদ্ধার হয়েছে।
রেঞ্জের পরোয়ানা তামিলের হার পর্যালোচনায় দেখা যায়- অক্টোবর/১৯ মাসে মোট ১০৮০৬টি পরোয়ানা নিষ্পত্তি হয়েছে। অক্টোবর/১৯ মাসে শ্রেষ্ঠত্বের ভিত্তিতে তদন্তাধীন মামলা নিষ্পত্তি ও ওয়ারেন্ট নিষ্পত্তিতে খুলনা জেলা পুলিশ প্রথম স্থান এবং তদন্তাধীন মামলা নিষ্পত্তিতে চুয়াডাঙ্গা জেলা পুলিশ ২য় স্থান ও ওয়ারেন্ট নিষ্পত্তিতে নড়াইল জেলা পুলিশ ২য় স্থান অর্জন করায় উক্ত জেলার পুলিশ সুপারদের সম্মাননা স্মারক প্রদান করেন।
একই সময় যশোর জেলার পুলিশ সুপার মঈনুল হক বিপিএম (বার), পিপিএম অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় ডিআইজির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ডাকাতি, দস্যুতা, খুন ও মানব পাচার মামলা হ্রাস পাওয়া এবং পরোয়ানা নিষ্পত্তির হার বৃদ্ধি, মাদকদ্রব্য উদ্ধার বৃদ্ধি সহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকায় পুলিশ সুপার যশোরসহ সকল পুলিশ সুপারদের ধন্যবাদ প্রদান করেন।
বাল্য বিবাহ, শিশু নির্যাতন, কিশোর গ্যাংসহ কিশোর অপরাধ দমন ও গুজব প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতামূলক কর্মসূচী গ্রহণের জন্য সকল জেলাকে নির্দেশনা প্রদান করেন। পুলিশ সদস্যদের অপরাধে জড়িত হওয়ার বিষয়ে তিনি কঠোর হুশিয়ারী বার্তা প্রদান করেন।
চলমান জুয়া, ক্যাসিনো, মাদক বিরোধী অভিযান আরও বেগবান করতে হবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন ও ওয়ারেন্ট তামিল করণ তথা পুলিশি তৎপরতা আরও বৃদ্ধির জন্য সকল পুলিশ সুপার’গণকে নির্দেশনা প্রদান করেন।
মাসিক অপরাধ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) মোঃ হাবিবুর রহমান, বিপিএমসহ রেঞ্জের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, রেঞ্জাধীন জেলাসমূহের পুলিশ সুপার’গণ, কমান্ড্যান্ট (এসপি), আরআরএফ, খুলনা, সিআইডি, পিবিআই, এপিবিএন এর পুলিশ কর্মকর্তাবৃন্দ।সবশেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।