তালায় ত্রাণ কমিটি গঠনে উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা

0
383

তালা প্রতিনিধি ::
মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে থাকা দরিদ্র কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতারণের জন্য কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ত্রান কমিটি গঠনের লক্ষে তালা উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মোঙ্গলবার (২১এপ্রিল) বেলা সাড়ে ১২টায় সামাজিক দুরাত্ব বজায় রেখে তালা উপজেলা শিল্পকলা একাডেমিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় তালা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

এসময় আরো উপস্থিত ছিলেন, তালা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, তালা উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন,তালা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম খাঁ, আওয়ামীলীগ নেতা শাহিনুর রহমান খাঁ সহ ইউনিয়ন ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ নুরুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ ব্যাপি আওয়ামীলীগের নেতৃত্বে ওয়ার্ড পর্যায়ে ত্রাণ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।সেই অনুযায়ী আমরা ১২টি ইউনিয়নে কমিটি গঠনের প্রস্তুতি গ্রহন করেছি।

উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমাদের এ মাসের ২৪ তারিখের মধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি জেলায় জমা দিতে হবে। আগামী ৩০ এপিপ্রলের মধ্যে দরিদ্র অসহায়, নিন্ম আয়ের মানুষের তালিকা করে জেলা কমিটির কাছে পাঠাতে হবে। এখানে কে কোন দল করে দেখার প্রয়োজন নেই। দলমত নির্বিশেষে দরিদ্র অসহায়, নিন্ম আয়ের মানুষকে তালিকাভুক্ত করতে হবে।