কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার গঠনে পর্যালোচনা সভা

0
262

তথ্য বিবরণী:
এসডিজি’র লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ইউনিয়ন পর্যায়ের সরকারি দপ্তরসমূহের সেবা প্রদান সম্পর্কিত পর্যালোচনা সভা বৃহস্পতিবার সকালে রূপসা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দীন বাদশা। স্থানীয় সরকার বিভাগ ও রূপসা উপজেলা পরিষদ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে সরকারি দপ্তরগুলোর সেবা প্রদান সবার আগে নিশ্চিত করতে হবে। বাংলাদেশ এখন বিশ^ উন্নয়নের অংশীদার, আন্তর্জাতিক মানদন্ডের ওপর ভিত্তি করে সরকার সারা দেশে সুষম উন্নয়নে নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে। বক্তারা ‘আমার গ্রাম আমার শহর’ প্রতিপাদ্যকে সফল করতে সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও আন্তরিকতার সাথে তাদের স্ব স্ব সেবা প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান।
এতে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার। এসময় কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের খুলনা জেলা সমন্বয়ক মো: ইকবাল হাসানসহ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, সেবা প্রদানকারী বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।