কারামুক্ত চেলসি ম্যানিং

0
263

খুলনাটাইমস বিদেশ: মার্কিন সেনা গোয়েন্দা সংস্থার সাবেক বিশ্লেষক ও উইকিলিকস-এর সূত্র হিসেবে কাজ করা চেলসি ম্যানিং (ব্র্যাডলি ম্যানিং) কারামুক্ত হয়েছেন। সম্প্রতি ম্যানিং-এর আইনজীবীরা দাবি করেন, তিনি কারাগারে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এবং ধীরে ধীরে হাসপাতালে সুস্থ হয়ে উঠছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এর অল্প সময় পর গত বৃহস্পতিবার কারামুক্ত হয়েছেন ওই অ্যাকটিভিস্ট। ইরাকে গোয়েন্দা তথ্য বিশ্লেষক হিসেবে কাজ করার সময় উইকিলিকসের কাছে কয়েক লাখ মার্কিন সামরিক গোপন নথি ফাঁস করে দেন ব্র্যাডলি ম্যানিং। ২০১৩ সালে তার বিরুদ্ধে সাত লাখ নথি ফাঁসের আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হলে হরমোন থেরাপির পর চেলসি ম্যানিং নামে নারী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। বিচারে তাকে ৩৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০১৭ সালের মে মাসে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাহী আদেশে মুক্তি পান তিনি। ২০১৯ সালের মার্চে ম্যানিংকে আবারও আটক করে পুলিশ। ৬২ দিন পুলিশি হেফাজতে থাকার পর মুক্তি পান তিনি। ২০১৯ সালের ১৬ মে সাড়াজাগানো বিকল্পধারার সংবাদমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে এক তদন্তের অংশ হিসেবে গ্র্যান্ড জুরির সামনে জবানবন্দি দিতে বলা হয় ম্যানিংকে। তবে তিনি এতে অস্বীকৃতি জানান। একদিনের মাথায় আবার তাকে আটক করা হয়। তখন থেকে ভার্জিনিয়ার এক আটককেন্দ্রে ছিলেন তিনি। গতকাল শুক্রবার ম্যানিংকে আদালতে হাজির করার কথা ছিল। তবে আদালত রায় দিয়েছেন, নতুন করে আর তার সাক্ষ্য গ্রহণের কোনও প্রয়োজন নেই।