কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আইনজীবীরা জামিনের আবেদন করবেন

0
118

টাইমস বিদেশ:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিনের জন্য মঙ্গলবার তার আইনজীবীদের আবেদন করার কথা রয়েছে। ঘুষ গ্রহণের দায়ে আদালত তাকে তিন বছরের কারাদ- দিয়েছে এবং তাকে এক শতাব্দীর পুরনো কারাগারের একটি ছোট কক্ষে রাখা হয়েছে। সেখানে ইমরানকে বিষন্ন দেখা যায়। খবর এএফপি’র।
সাবেক আন্তর্জাতিক ক্রিকেট তারকাকে শনিবার গ্রেফতার করা হয়। ২০২২ সালের এপ্রিলে এক অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে ২০০টির বেশি মামলা করা হয়। এসব মামলার একটিতে তিনি দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে কারাদ- দেওয়া হয়।
মামলায় সাজা হওয়ার কারণে তিনি পাকিস্তানের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতে পারবেন না।
খানকে রাজধানী ইসলামাবাদের প্রায় ৬০ কিলোমিটার পশ্চিমে ঐতিহাসিক অ্যাটক শহরের উপকণ্ঠে ঔপনিবেশিক যুগের একটি নিকৃষ্ট কারাগারে রাখা হয়েছে।