কানাডার ব্যবসায়ীকে কারাদÐ দেওয়ায় চীনের নিন্দা ট্রুডোর

0
131

টাইমস ডেস্কবিদেশ : গুপ্তচরবৃত্তির অভিযোগে কানাডার মাইকেল স্পাভোর নামের এক ব্যবসায়ীকে চীনের ডানডং আদালত কারাদÐ দেওয়ায় এর নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রুডো বলেন, কানাডার ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আনা অভিযোগ একেবারেই ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য। সেই সাথে তিনি অবিলম্বে মাইকেল স্পাভোর মুক্তি দাবি করেছেন। এদিকে চীনে অবস্থিত মার্কিন দূতাবাসও কানাডার ওই ব্যবসায়ীকে কারাদÐ দেওয়ায় এক বিবৃতিতে চীনের কঠোর সমালোচনা করে বলেছে, মানুষের জীবন নিয়ে দরকষাকষি করছে চীন। মাইকেল স্পাভোর শাস্তি সম্পর্কে ডানডং আদালতের দেওয়া বিবৃতি অনুযায়ী, বছরখানেক ধরে চীন ও উত্তর কোরিয়ার সাথে ভ্রমণ ও বিনিময় ব্যবসায় করে আসছে স্পাভোর। যার মাধ্যেমে রাষ্ট্রের গোপন সংবাদ আদান প্রদান ও গুপ্তচরবৃত্তিতে লিপ্ত ছিলো স্পাভোর। এই অপরাধে তাকে ১১ বছরের জেল দেওয়া হয়েছে এবং ৫০ হাজার ইয়েন মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।