কাদাকাটিতে বিনামূল্যে প্রতিবন্ধী সেবা ও সাহায্য ক্যাম্প শুরু

0
248

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কাদাকাটিতে দুইদিন ব্যাপী বিনামূল্যে প্রতিবন্ধী সেবা ও সাহায্য ক্যাম্প শুরু হয়েছে। সোমবার সকালে উপজেলার কাদাকাটি বাজারের সরদার অটো রাইস মিলস মাঠে এ ক্যাম্প শুরু হয়। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অর্থায়নে এবং সাতক্ষীরা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের তত্বাবধায়নে অনুষ্ঠিত ক্যাম্পের উদ্বোধন করেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। বিশিষ্ট সমাজসেবক কুল্যা ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হক টিটুলের সার্বিক ব্যবস্থাপনায় ক্যাম্পটিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইদুর রহমান। এসময় সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধীতার ঝুঁকি আছে এমন ব্যক্তিদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন, সাতক্ষীরা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডাঃ এসএম হাবিবুর রহমান। ক্যাম্প পরিচালনাকালে সাতক্ষীরা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের স্টাফ শফিকুল ইসলাম, আহসান হাবীব, আব্দুল ওহাব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। একই স্থানে আজ (মঙ্গলবার) পূনরায় বিনামূল্যে প্রতিবন্ধী সেবা ও সাহায্য ক্যাম্প চলবে।