কলারোয়ায় উপজেলা কৃষি অফিসে নিয়ম অমান্য!

0
162

কলারোয়া প্রতিনিধি:

মহামারি করোনার সময়ে কলারোয়ায় লকডাউন ঘোষনা করলেও দলবেধে কাঁধে কাঁধ মিলিয়ে ছবি তুলতে দেখা গেছে উপজেলা কৃষি অফিসের একটি প্রোগ্রামে। রোববার (১৩জুন) বেলা ১টার দিকে উপজেলা কৃষি অফিসের সামনে প্রায় ৪০/৫০জন কৃষক জড়ো করে উপকার সমাগ্রী বিতরণ করেন উপজেলা কৃষি অফিস। এই অফিস নিয়মিত ভাবে গ্রামের সহজ সরল মানুষকে বাড়ী থেকে ডেকে নিয়ে দলবদ্ধ ভাবে কৃষক সমাবেশ করছে। এখানে সরকারী আইন মানা হচ্ছে না।

উপজেলার হেলাতলা ইউনিয়নের জাফরপুর গ্রামে মাঠ দিবস করার সময় স্থানীয় গ্রামবাসী ব্যাপক ভাবে সমালোচনা করে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে নিয়ে। উপজেলায় প্রায় ঘরে ঘরে জ¦র ছর্দ্দি ও কাশি সেই সাথে করোনায় আক্রান্ত মানুষ রয়েছে। ঠিক সেই সময়ে উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম উপজেলার প্রতিটি ইউনিয়নে মাঠ দিবস ও কৃষক সমাবেশ শুরু করেছে জোরদার ভাবে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী বলেন, করোনার সময় কোন জনসমাবশে করা যাবে না। কোন অফিস করোনার সময়ে কাউকে উপকার সামগ্রী দিলে একজন একজন করে ব্যক্তি এসে তা নিয়ে যেতে পারবেন।

খুলনা টাইমস/এমআইআর