কর্মসংস্থান না হওয়া পর্যন্ত তরুণদের বেকার ভাতা দেবে ঐক্যফ্রন্ট : মঞ্জু

0
650

খবর বিজ্ঞপ্তি : খুলনা-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দুই কোটি তরুণ ভোটার আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জয় পরাজয় নির্ধারণ করবে। এসব তরুণরা গত এক যুগ ধরে তাদের শৈশব ও কৈশর কাটিয়েছে দুঃসময়ের নানা অরাজতা-অপকর্ম-লুটপাট-দখলবাজি দেখতে দেখতে। এই দুঃশাসনের জবাব তারা ব্যালটের মাধ্যমে প্রদান করবে।
নির্বাচনী গণসংযোগ ও প্রচারনার দ্বিতীয় দিনে নগরীর বিভিন্ন ওয়ার্ড, মার্কেট, মল, অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠানে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম মঞ্জু বলেন, তরুণ ভোটারদের কথা মাথায় রেখে জাতীয় ঐক্যফ্রন্ট তাদের কর্মসংস্থান এবং কাজের ব্যবস্থা না হওয়া পর্যন্ত বেকার ভাতা প্রদানের অঙ্গীকার করেছে। তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
গতকাল বুধবার সকাল ৮টায় নজরুল ইসলাম মঞ্জু ১৬নং ওয়ার্ডের ছোট বয়রা পুজাখোলা, শ্মশান ঘাট ও সংলগ্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। সকাল সাড়ে ১০টায় নগরীর কেসিসি মার্কেট, জেলা পরিষদ, যশোর রোড, সোসাইটি হল, শামীম স্কয়ার মার্কেট, চশমা মার্কেট, মান্নান চটপটি গলি, জলিল টাওয়ার মার্কেট, পিকচার প্যালেস, ডাকবাংলা মোড়, থানার মোড় ও সংলগ্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। দুপুর পর্যন্ত তার গণসংযোগ চলে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আ ফ ম মহসিন, সাহারুজ্জামান মোর্ত্তজা, এ্যাড. লতিফুর রহমান লাবু, জাফরউল্লাহ খান সাচ্চু, মোস্তফা কামাল, এ্যাড. আক্তার জাহান রুকু, সিরাজউদ্দিন সেন্টু, জলিল খান কালাম, এ্যাড. বজলুর রহমান, অধ্যাপক আরিফুজ্জামান অপু, শফিকুল আলম তুহিন, আজিজুল হাসান দুলু, জালু মিয়া, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, এশরামুল হক হেলাল, হাসানুর রশিদ মিরাজ, শামসুজ্জামান চঞ্চল, নাজমুল হুদা চৌধুরী সাগর, শরিফুল ইসলাম বাবু, হেলাল আহমেদ সুমন, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, জামিরুল ইসলাম, শেখ ফারুক হোসেন, আবু সাঈদ শেখ, হাসনা হেনা, মোল্লা ফরিদ আহমেদ, মোস্তফা কামাল, মেহেদী হাসান সোহাগ, শফিকুল ইসলাম শাহিন, কাজী মাহমুদ আলী, শফিকুল ইসলাম, আবু বক্কর, কে এম মাহবুব আলম, কাজী নজরুল ইসলাম, অহেদুজ্জামান খোকন, মুন্নী জামান, শামীম খান প্রমুখ।