করোনা মোকাবেলায় শেখ হাসিনার নেতৃত্বে¡ বাংলাদেশ প্রস্তুত

0
270

এম.পলাশ শরীফ, মোড়েলগঞ্জ॥
বাগেরহাট-৪, মোড়েলগঞ্জ-শরণখোলা আসনে বেসরকারি ফলাফলে নির্বাচিত সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন বলেছেন, করোনা মোকাবেলায় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রস্তুত। আতংকের কিছু নেই সচেতনাতায় সকলে ভূমিকা রাখতে হবে। তিনি নিজেস্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইন নিয়েছেন। সোমবার বিকেল ৪টায় করোনা সংক্রমন রোধে করণীয় নির্ধারনের এক জরুরী সভায় তিনি হোম কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি জানিয়ে দেন। গত শনিবার অনুষ্ঠিত উপনির্বাচনে এ আসন থেকে তিনি এমপি নির্বাচিত হন।
সভায় উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএমদাদুল হক, থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দিলদার হোসেন, চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার, শফিকুর রহমান লাল, আব্দুর রহিম বাচ্চু, জাহাঙ্গীর আলম বাদশা, মাহমুদ আলী, মাষ্টার আবুল খায়ের, আকরামুজ্জামান, রেজাউল করিম নান্না, রিপন দাসসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত এমপি অ্যাড. আমিরুল আলম বলেন, করোনা সংক্রমন এড়াতে সবার ভূমিকা রাখতে হবে। জনসমাগম এড়িয়ে চলা ও স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে যাওয়া অধীক নিরাপদ।
সভায় উপজেলার হাটবাজার গুলো বন্ধসহ জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।