করোনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে সকলকে মাস্ক পরতে প্রধান বিচারপতির আহ্বান

0
159

টাইমস ডেক্স : করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে আদালতে প্রবেশের সময় সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

আজ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারকাজ শুরুর সময় আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি একথা বলেন।
এ সময় প্রধান বিচারপতি বলেন, আদালতে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে, অন্যথায় সংক্রমণ বাড়তেই থাকবে। স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক না পরার কারণে করোনা বাড়ছে। মাস্ক পরা বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেন প্রধান বিচারপতি।
করোনা প্রতিরোধে গতকাল মঙ্গলবার সুপ্রিমকোর্ট পক্রাসন বিচারক-আইনজীবীদের কালো কোট ও গাউন না পরতে নির্দেশনা জারি করেছে। বিচারক ও আইনজীবীদের পরিবর্তিত পরিস্থিতিতে ড্রেস বিষয়ে গতকাল ৩০ মার্চ বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিমকোর্ট প্রকাসন।
গত এক সপ্তাহ থেকেই দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। সবশেষ গত সোমবার ও গতকাল মঙ্গলবার শনাক্ত ছাড়িয়েছে পাঁচ হাজার। আর এই দু’দিনে মৃত্যুও হয়েছে ৪৫ জন করে।