করোনা প্রতিরোধে সরকারী নির্দেশনা মেনে চলার আহ্বান খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার

0
369

ফুলবাড়ীগেট প্রতিনিধি:
করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে খুলনা জেলার সকল উপজেলা ও মহানগরীতে দোকানপাট, শপিংমল, যানবাহন ও জনসাধারণের চলাচলের উপর খুলনা জেলা প্রসাশন মোহাম্মদ হেলাল হোসেন ১১ জুন থেকে ২৫ জুন পর্যন্ত ১৫ দিনের জন্য দোকানপাট, জানবাহন ও চলাচলের উপর বিধি নিষেধ জারি করেন। বিধি নিষেধ অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পন্য কাঁচা বাজার মৌসুমী ফলের দোকান ও ফার্মেসী ব্যতীত অন্যান্য দোকান পাট, শপিংমল ও ফুটপাতের দোকান বন্ধ থাকবে। শারীরীক দূরত্ব বজায় রাখা, হ্যান্ড সেনিটাইজার ও জিবাণুনাশক ব্যবহার করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ও কাঁচা বাজার প্রতিদিন সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকার নির্দেশ প্রদান করেন। এসকল নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে খানজাহান আলী থানা (কেএমপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ১২ জুন সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ীগেট ও শিরোমণি বাজার প্রচার মাইকে সচেতনতামূলক বক্তৃতা দেন। এসময় তিনি আরও বলেন, সরকারী এ সকল নির্দেশনা মানা না হলে পুলিশ প্রসাশন কঠোর হস্তে দমন করতে বাধ্য থাকবে। তিনি জন সাধারণের প্রতি সরকারী নির্দেশনা মেনে চলার জন্য জোর আহ্বান জানান।